আজকের আলোচিত ছবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | ২৬৪
দল বেঁধে মাছ ধরছে

দেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি

সারাদেশে সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি কার্যক্রম শুরু হয়েছে। আজ বিকেলে আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর, নেয়ামতপুর ও তাহেরপুরের ২০০ পরিবারের জীবন-জীবিকার উৎস প্রাকৃতিক সম্পদ গোল গাছের রস। প্রতি বছর এই মৌসুমে গাছিরা রস সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ম্যানগ্রোভ জাতীয় গোল গাছ এখন স্থানীয়দের সম্পত্তিতে পরিণত হয়েছে

কার্পজাতীয় মাছ নিয়ে তিন বছরের গবেষণায় সফলতা পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের কার্পজাতীয় মাছ পুকুরে মজুত করে আট মাসের মধ্যে আড়াই থেকে তিন কেজি ওজনে পরিণত করা হয়েছে। যেটা দক্ষিণাঞ্চলের চাষিদের জন্য ছিল অকল্পনীয়

শীতে জলাশয়ে পানি কমে যাওয়ায় দল বেঁধে মাছ ধরতে নেমেছে টাঙ্গােইলের সন্তোষ এর গ্রামবাসীরা