আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | ৫৩৪

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী এই ভাষণ দিবেন।

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সম্প্রচার করবে।

এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ঈদুল ফিতরের আগের দিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।