টাঙ্গাইলের জাকির কেন্দ্রীয় যুবলীগের সদস্য হলেন

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ | ২৬৮

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য মনোনীত হয়েছেন টাঙ্গাইলের জহিরুল হক জাকির। তিনি কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের আব্দুল সালাম ও জরিনা বেগমের ছেলে। সম্প্রতি ২০১ সদস্য বিশিষ্ট যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। 

জহিরুল হক জাকির রাজশাহী বিশ^বিদ্যালয়ের শের-ই-বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক,  বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। ১৯৯০ সালে জন্মগ্রহণ করা জাকির স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি ২০০৫ সালে এসএসসি, ২০০৭ সালে এইচএসসি, ২০১৩ সালে বিবিএ এবং ২০১৫ সালে এমবিএ পাশ করেন। বর্তমানে ঢাকায় বসবাস করে পেশা হিসেবে ব্যবসাকে বেঁছে নিয়েছেন। 

আওয়ামী পরিবারের সন্তান জহিরুল হক জাকির রাজশাহী বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগ করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছেন। তবুও আদর্শ থেকে বিন্দুমাত্র পিছপা হননি। প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে নিজ এলাকায় ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং করছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি ওতোপ্রোতভাবে জড়িত। 

জহিরুল হক জাকির সম্পর্কে তার নিজ উপজেলার নেতাকর্মীরা বলেন, তিনি ছাত্রলীগের রাজনীতি করতে করতে যুবলীগের কেন্দ্রীয় নেতা হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 

কেন্দ্রীয় যুবলীগের পদ পাওয়ার অনুভূতিতে জহিরুল হক জাকির সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, আওয়ামী লীগ মানে মুক্তি, শেখ হাসিনা মানে শক্তি।’ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছিলাম। যুবলীগ এদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সেইসাথে আমাকে সদস্য মনোনীত করায় গণতন্ত্রের মানসকন্যা  শ্রদ্ধেয় জননেত্রী শেখ হাসিনা, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।