সুইসাইড নোটে ক্ষমা চেয়ে গৃহবধূর আত্মহত্যা!

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২১ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ১৮৩
‘আমার বাঁচার কোন ইচ্ছা নাই। আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে সবাই মাফ করে দিও। ‘ সাদা কাগজে এসব কথা লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোহনা আক্তার (১৫) নামের এক গৃহবধূ। রবিবার রাতে টাঙ্গাইলের সখীপুরে এ ঘটনায় ঘটেছে। 
 
পুলিশ জানায়, সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকতেন মোহনা আক্তার, তার মা ও স্বামী জসিম উদ্দিন। রবিবার সন্ধ্যায় মোহনাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকা দেখে তার মা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসে। ওই গৃহবধূর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। তার বাবার নাম বাবুল মিয়া। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ। 
 
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।