নাগরপুরে স্থানীয়ভাবে

উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, রোববার, ৮ নভেম্বর ২০২০ | ৮৩৮

টাঙ্গাইলের নাগরপুরে দুই দিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সেমিনারে সভাপত্বি করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর।

এসময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বি সি এস আই আর ঢাকা জন লিটন মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান হুমায়ূন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমূখ। পরে অতিথি বৃন্দ উপজেলা চত্ত¦রে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সেমিনারে উপজেলার সকল কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থীত ছিলেন।