সমবায় ফেডরেশনের সভাপতি বিপ্লবকে যুবলীগের সংবর্ধনা
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।
বর্ধিত সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন। বক্তব্য রাখেন, সংবর্ধিত খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আজাহারুল ইসলাম, বিআরডিবির সহসভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আবিদ হোসেন শান্ত, যুবলীগ নেতা খন্দকার নাইম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম. মির্জাপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারন সম্পাদক মারুফ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিকদার ও সাধারন সম্পাদক মো. ওয়াকিল আহমেদ প্রমুখ। পরে উপজেলা যুবলীগের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে ক্রেস্ট প্রদান করা হয় ।
