বঙ্গবন্ধুর আর্দশকে লালন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে..ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ পিএম, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭ | ১৭২৪

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।  বঙ্গবন্ধুর সোনার বাংলা দেশ গড়তে হলে আমাদের বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রানিত হয়ে একত্রে কাজ করতে হবে।

আমাদের প্রত্যেক আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন সেই পথ অনুসরণ করে চলি তাহলেই বাংলাদেশকে আমরা একটি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক দেশে প্রতিষ্ঠা করতে পারবো ।

তিনি আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।