নাগরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৫ পিএম, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ২৭৪

“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার ও শিশুর সঙ্গে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” এই  প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

সহকারি কমিনার (ভূমি) তারিন মসরুর এর সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তর কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায় কন্যা শিশু দিবসের  আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার প্রমুখ।

সভায় বক্তরা মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য কেথে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বদ্ধে কার্যকর ভূমিকা পালন সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।