মির্জাপুরে ১৮৫ দরিদ্র শিশু পেল খাদ্য সহায়তা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০২ পিএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৬৭০

টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকায় ১৮৫ দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয় থেকে এই শিশু খাদ্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।

পৌর এলাকার নয়টি ওয়ার্ডের দরিদ্র পরিবারের ১৮৫ জন শিশুর মধ্যে এই খাদ্য বিতরণ করা হয়। খাদ্যের মধ্যে রয়েছে নুডুলস, বিস্কুট ও ডাল।