জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের নির্বাচিত সভাপতি উজ্জলকে সংবর্ধনা
টাঙ্গাইলে জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ইউসিসি চেয়ারম্যানবৃন্দ ও জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন টাঙ্গাইল লিংক মডেল ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে।
টাঙ্গাইল সদর ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক এমপি মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা সমবায়ের চেয়ারম্যান মাসুদ রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিংক মডেল ট্রেনিং সেন্টারের উপপরিচালক লুৎফুন নাহার লতা। এসময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ইউসিসি চেয়ারম্যানবৃন্দ ও জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
