অস্কারজয়ী অভিনেতা মার্টিন ল্যান্ডো মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, রোববার, ৩০ জুলাই ২০১৭ | ২০৪
অস্কারজয়ী অভিনেতা মার্টিন ল্যান্ডো আর নেই। যুক্তরাষ্টের পশ্চিম উপকূলীয় শহর লস অ্যাঞ্জেলসের ইউসিএলএ মেডিকেল সেন্টারে তিনি গেল শনিবার (১৫ জুলাই) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (সূত্র পিপলস টাইমস) তার এক মুখপাত্রের বিবৃতি থেকে জানা যায়, মার্টিন ল্যান্ডো জটিল শারীরিক সমস্যায় ভুগে অল্প সময়ের জন্য হাসপাতালে ছিলেন। কিছুদিন আগেই তিনি তার ৮৯তম জন্মদিন পালন করেছিলেন। হলিউডের এই অভিনেতা ১৯৯৪ সালে টিম বারটন পরিচালিত ‘এড উড’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার পান। আলফ্রেড হিচকক পরিচালিত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ (১৯৫৯) ছবিতে খলনায়কের চরিত্র মার্টিন ল্যান্ডোকে করেছিল বিশ্বখ্যাত। ‘মিশন ইম্পসিবল’ অরিজিনাল টিভি সিরিজ দিয়েও ধরে রেখেছিলেন সেই খ্যাতি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে হলিউডসহ বিশ্বজুড়ে চলচ্চিত্রাঙ্গনে। অনেক নামি দামি তারকারা শোক প্রকাশ করেছেন বর্ষিয়ান এই অভিনেতার প্রয়াণে।