করোনায় আক্রান্ত রুমিন ফারহানা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ পিএম, বুধবার, ১২ আগস্ট ২০২০ | ৪৭৮
 
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত ৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।