শিশুদের দৃষ্টি পরীক্ষা বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩ এএম, রোববার, ২৪ ডিসেম্বর ২০১৭ | ২৭১

টাঙ্গাইলের মির্জাপুরে শিশুদের চোখের দৃষ্টি পরীক্ষা বিষয়ক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিএসএ হলে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্দীদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার একটি আন্তর্জাতীক প্রকল্প ক্রিস্টিয়ান বøাইন্ড মিশন ( সিবিএম) এই প্রশিক্ষনের আয়োজন করেছে।

প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, প্রকল্পের ব্যবস্থাপক ডা. এসএম শহীদুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আমান উল্লাহ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ।

প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন প্রধান শিক্ষক অংশ নেন।