করোনার নমুনা সংগ্রহকারীদের মাঝে এমপির উপহার সামগ্রী বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, রোববার, ২৬ জুলাই ২০২০ | ৫২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহকারীদের মাঝে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারীর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় ৩ জন করোনা ভাইরাসের নমুনা সংগ্রহকারীদের তাদের কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে এ উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান প্রমূখ।