মির্জাপুরে বাস উল্টে নিহত এক
টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সাথে থাকা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তিনি রংপুর জেলার মিঠামইন থানার মহেনপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মো. তালেবুর মিয়া (৪০) বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১ টার দিকে ১০-১২ জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রংপুরগামী ঢাকা মেট্রো ব- ১৩-১০৫১ দূরপাল্লার যাত্রীবাহী বাসটি রশিদ দেওহাটা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা সার্ভিস লেনে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরোও এক নারীকে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে ড্রাইভার পালিয়েছে। আমরা বাসটি জব্দ করেছি। মামলা প্রক্রিয়াধীন।
