জোয়াহেরুল ইসলাম এমপির ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:০২ পিএম, রোববার, ৫ জুলাই ২০২০ | ২৫২

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) বলেছেন, কোন দুর্যোগেই বাসাইল সখীপুরের জনগণ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা ভাইরাস ও বন্যাদুর্গতদের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং দুর্যোগকালিন পুরো সময়েই আমরা জনগণের পাশে থেকে সর্বাত্ত্বক সহায়তা করে যাবো।

তিনি রোববার সকালে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে বাসাইল উপজেলার করোনাকালিন সময়ে নিস্ন ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী কর্তকর্তা শামসুন নাহার স্বপ্না, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ অর রশিদ, ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম ও কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক।

বাসাইলে ৪৪জন নিম্ন ও হতদরিদ্র মানুষের মাঝে ২ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এনিয়ে সখীপুর ও বাসাইল উপজেলায় ঐচ্ছিক তহবিল থেকে ৫ লাখ টাকা নিম্ন ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।