ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘন কুয়াশার কারণে যানজট
 
												 
																			ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, শিশু –কিশোর থেকে শুরু করে সর্বসাধারণ।
একদিকে প্রচন্ড শীত আর এক দিকে ঘন কুয়াশা এ দুটিকে ঘিরে যেনো যুদ্ধ করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। কয়েকজন গাড়ি চালকের সাথে কথা হলে তারা জানান, ঘন কুয়াশার কারণে সামনে থাকা কিছুই দেখা যায় না এতে সড়ক দূর্ঘটনা হওয়ার সম্ভাবনাই থাকে।
রাতে কোনো কোনো চালককে গাড়ি বন্ধ করে ঘুমাতে দেখা গেছে এতেও কিন্তু যানজট দীর্ঘ লাইনে পরিণত হয়। বৃহস্পতিবার পুরো সকাল জুড়েই মহাসড়কে দেখা গেছে যানজট এবং যানজট কিছুটা কমলেও তবে থেমে থেমে গাড়ি চলছে।
 
এ বিষয়ে, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হকের সাথে কথা হলে তিনি জানান, যানজট নিরসনে কাজ করছে পুলিশ। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই যানজট নিরসন হবে ।
 
                         
 
             
            