মির্জাপুরে অবৈধ ৩০টি কয়লা তৈরির চুল্লি ধ্বংস
 
												 
																			টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওাা ৩০ টি কয়লা তৈরির চুল্লি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ চুল্লি ধ্বংস করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট, তেলিনা, মহিষ বাতানসহ আজগানা গ্রামের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের সহযোগিতায় মোট ৩০টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়। তবে এসময় জড়িত কাউকেই পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে অবৈধ চুল্লি ধ্বংস করা হয়েছে। দেশের সম্পদ রক্ষার্থে ও জনগণের সুবিধার্থে এ ধরণের অভিযান জোরদারকরণসহ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
 
                         
 
             
            