ধনবাড়ীতে অটোরিক্সা-ভ্যান চালকের মরদেহ উদ্ধার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:১৮ পিএম, শনিবার, ২০ জুন ২০২০ | ১৮৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঁশনিয়োগি গ্রামের অটোরিক্সা-ভাট চালক হাফিজুর রহমান (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২০ জুন) সকালে ধনবাড়ী উপজেলার সীমান্তবর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর পূর্বপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।   

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত হাফিজুর রহমান ধনবাড়ী উপজেলার বীরতার ইউনিয়নের বাঁশনিয়োগি গ্রামের মো. আ. সাত্তারের ছেলে। হাফিজুর শুক্রবার (১৯ জুন) রাতে তার আটোরিক্সা-ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে রাতে আর বাড়ী ফিরে না আসায় তার পারিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করতে থাকে। 

খোঁজাখোজির এক পর্যায়ে শনিবার (২০ জুন) সকালে পরিবারের লোকজন পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর পূর্বপাড়া গ্রামে তার মরদেহ দেখতে পেয়ে ধনবাড়ী থানা পুলিশকে খবর দেয়। ধনবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানায় হস্থান্তর করে। ঘটনাস্থল সরিষাবাড়ী উপজেলা হওয়ায় হাফিজুরের লাশ সরিষাবাড়ী থানা পুলিশকে দেয়া হয়। সরিষাবাড়ী থানা পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত হাফিজুরের মা হাসনা বেগম জানান, রাতের খাবার খেয়ে হাফিজুর অটোরিক্সা-ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ীতে ফিরে নাই। সকাল খবর আসে আমার ছেলেকে কে বা কাহারা হত্যা করে অটোরিক্সা-ভ্যান নিয়ে তাকে মেরে তার লাশ ফেলে রেখে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই। 

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। ঘটনাস্থল পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলা হওয়ায় লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানায় হস্থান্তর করা হয়েছে। 

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত)  জোয়াহের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।