মির্জাপুরে উপজেলা করোনা আক্রান্ত ১১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩১ পিএম, রোববার, ১৪ জুন ২০২০ | ৩০৯

টাঙ্গাইলের মির্জাপুরে মা-বাবা আক্রান্তের ১৩ দিন পর ছেলে-মেয়ে ও মাসহ (নানি-নাতি-নাতিন) একই পরিবারের তিনজন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু আক্রান্তের পর তার বড় ছেলের স্ত্রী ২ নাতি (৯ মাসের এক শিশু) ও স্বামীর পর স্ত্রী-মেয়েসহ (মোট ৩ পরিবারের ৮ সদস্য) নতুন করে আরও ১১ জন করোনা আক্রান্ত।

রোববার (১৪ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

আক্রান্তরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের বাসিন্দা উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু’র ২ নাতি (০৯ মাস- ১২)  ও তার বড় ছেলের স্ত্রী (৩৮), পৌরসদরের বাইমহাটি এলাকার বাসিন্দা একই পরিবারের নানি (৭০), নাতি (১০) ও নাতিন (০৬), উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের বাসিন্দা (৪৮), একই ইউনিয়নের নিরাপত্তাকর্মী (৪৭), ফতেপুর ইউনিয়নের কুরণী গ্রামের বাসিন্দা (৫৫), পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা মা-মেয়ে (৪০) ও (২৪)।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৫ জন। যা সারা জেলার মধ্যে আক্রান্তের শীর্ষে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, নতুন করোনা আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে।