অবশেষে দশ দিন পর পাওয়া গেল কালিহাতী কলেজ ছাত্রী নুপুরকে

কালিহাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩১ পিএম, বুধবার, ৯ আগস্ট ২০১৭ | ২৯৪

টাঙ্গাইলের কালিহাতী কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী নুপূর আক্তারকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর পাওয়া গেছে।

জানাযায়, গত ৩১ জুলাই সকাল ৯ টায় নুপুর আক্তার(১৮) তার নিজ বাড়ি কালিহাতী পৌর এলাকার ঘূণী গ্রাম হইতে প্রতিদিনের ন্যায় কালিহাতী কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়।

কিন্তু পরবর্তীতে বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর না পাওয়ায় পরিবারের মাঝে আহাঝারি হতাশা ও চিন্তার বাঁধ বেঁধেছিল। তাদের ধারণা ছিল নুপুর আক্তারকে কিছু অপরিচিত লোক অপহরণ করেছে।

অবশেষে ১০ দিন পর (৯ আগস্ট) বুধবার সকালে নূপুর আক্তার সেচ্ছায় কালিহাতী থানায় এসে উপস্থিত হয়।

কালিহাতী উপজেলার খাঁ পাড়ার বিদ্যুৎ নামের এক ছেলে, কাতার প্রবাসী এক ছেলের সাথে বিয়ে দিবে এবং ভালো কলেজে ভর্তি করার প্রলোভন দেখিয়ে নুপুরকে কাতার প্রবাসীর খালার হাতে তুলে দেয় এবং থানায় সাধারন ডায়েরী ও ৮ দিন নিখোঁজ থাকার পর একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় আইনের হাত থেকে বাঁচতে বিদ্যুত সুকৌশলে কালিহাতী থানা পুলিশের কাছে নুপুরকে তুলে দেয় বলে পরিবার দাবী করে।

পুলিশ শুধু মেয়েটিকেই উদ্ধার করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করছে বলেও জানায় তার পরিবার।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন জানান, নুপুরের জবানবন্দী হিসেবে জানাযায়, সে পারিবারিক সমস্যার কারনে রাগ করে বাড়ি থেকে চলে গিয়ে এক বান্ধবীর বাসায় আত্মগোপন করে থাকে।

পরে বিষয়টি ভিন্নরুপ নেয়ার কারনে ১০ দিন পর (৯ আগস্ট) বুধবার সকালে নূপুর আক্তার সেচ্ছায় কালিহাতী থানায় এসে হাজির হয়।