মাটিরাঙ্গায় সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ

মোঃ শাহীন আলম,খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭ | ২১৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি টাকায় নির্মিত রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ উঠেছে। মাটিরাঙ্গা পৌরসভা সদরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনায় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক মাটিরাঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন।

সোমবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা পৌরসভা সদরের প্রাণকেন্দ্রে মাটিরাঙ্গা বাজারের কাপড় গলির পশ্চিম অংশের ইট সলিং তুলে নেয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, সরকারী কোন কর্তৃপক্ষের সিদ্ধান্ত  ছাড়াই কে বা কারা রাস্তার ইট তুলছে এমন খবরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পান। তবে ঘটনার সাথে কারা জড়িত এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এবিষয়ে মাটিরাঙ্গা পৌরসভা সদরের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম জানান বাজারের ব্যাসায়ীসহ স্থানীয় জনগনের ভোগান্তি কমাতেই তবলছড়ির সাবেক চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়ার ব্যাক্তিগত অর্থায়নে বাজারের গুরুত্বপুর্ণ এ রাস্তাটি পাকা করনের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারী রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

তবলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া সাংবাদিকদে জানান, মাটিরাঙ্গা বাজারের ব্যাসায়ীদের অনুরোধেই তিনি একাজে অর্থায়ন করছেন।

তবে কোন ব্যাক্তি বিশেষের এমন উন্নয়ন কাজের যুক্তি মানতে নারাজ মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বলেন, উন্নয়ন কাজ করতে চাইলে পৌর পরিষদ বা সংশ্লিষ্টদের সিদ্ধান্ত নিয়েই করতে হবে। মনগড়া ভাবে সরকারী কোন বিভাগের করা রাস্তার ইট তুলে সেখানে পাকা করার উদ্যোগ গ্রহণ অযৌক্তিক।