বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিলেন এমপি শিমুল

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, শনিবার, ১৬ মে ২০২০ | ৫১০

নাটোরে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাঝে বিভিন্ন খাদ্য সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়মী লীগের সাধারন স¤পাদক শফিকুল ইসলাম শিমুল।

ঈদকে সামনে রেখে শহরের অনিমা চৌধুরী জেলা পরিষদ হলরুমে ব্যক্তিগত তহবিল থেকে তিনি এ সহায়তা দেন। এ দিন দুপুরে সদর উপজেলার ১৫০০ জনের মধ্যে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি ডাল, দুই কেজি আলু, সেমাই, বিস্কুট, নুডুস, এবং এক কেজি পোলার চাউলসহ ৯ ধরনের খাদ্য বিতরণ করেন।

এসময় আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার শাহা।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কাসেম, জাতীয় ঈমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক, সাধারন স¤পাদক গোলাম মোসÍফাসহ আওয়মী-লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।