টাঙ্গাইলে ৪৪তম ফারাক্কা দিবস পালিত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:০৬ পিএম, শনিবার, ১৬ মে ২০২০ | ২৫০

টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম ফারাক্কা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা, মাজারে পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত এবং মাজার প্রাঙ্গণে ভারতীয় পানিনীতির প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল বারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হেদায়েত আলী খানশুর সোভা, ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহমুদুল হক সানুসহ ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী ছাত্র ও যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের এই দিনে রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে একটি লংমার্চ শুরু করে ফারাক্কার অভিমুখী গিয়ে সমাপ্তি করেন।