নাটোরে লিচু বাগানে করোনা সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭ পিএম, শুক্রবার, ৮ মে ২০২০ | ২৩৭

নাটোরের গুরুদাসপুরে লিচু বাগানে উৎপাদক ও ব্যবসায়ীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার নাজিরপুরে লিচু বাগান পরিদর্শন করে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন। 

এ সময় তিনি গুরুদাসপুরের চাষীদের উৎপাদিত লিচু বাজারজাত করনে ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সকল ধরনের প্রশাসনিক সহযোগীতার আশ্বাস দেন। পরে তিনি লিচু বাগানে কাজ করা শ্রমিক ও বাগান মালিকদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম, গুরুদাসপুর লিচু আড়ত মালিক সমিতির সভাপতি সাখায়াত হোসেন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ লিচু উৎপাদক ও ব্যবসায়ীরা।

উল্লেখ্য, নাটোর জেলায় চলতি মৌসুমে ৯৫৩ হেক্টর জমি থেকে আট হাজার ৩০৭ টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জেলার লিচু বাগানের অধিকাংশই গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে। এই এলাকার মোজাফফর জাতের লিচু সারাদেশে প্রসিদ্ধ। আগামী ২১ মে গাছ থেকে লিচু সংগ্রহের সময় নির্ধারণ করেছে প্রশাসন ও কৃষি বিভাগ।