দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪১ জন,মৃত্যু ৮

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ২০৪

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৬৪১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১০৩ জনে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭০৬টি নমুনা সংগ্রহ এবং আগের কিছু পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৮টি। যা আগের দিনের তুলনায় ১৪.৬৮ শতাংশ বেশি। যা নমুনা সংগ্রহ করা তা আগের দিনের তুলনায় ৯.২১ শতাংশ বেশি। এ পর্যন্ত ৫৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী জানিয়ে নাসিমা সুলতানা বলেন, বেশিরভাগ মৃত্যুই ঢাকা বিভাগে। মোট মৃতদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের। আজকে মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৪ জন, ৫০-৬০ দুইজন এবং ৩১-৪০ বয়সের দুইজন। গত ২৪ ঘণ্টায় ১১জন সহ মোট ১৫০জন সুস্থ্য হয়েছে।