ধনবাড়ীতে সচেতনতামূলক মাইকিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০১:৫৮ পিএম, রোববার, ২৬ এপ্রিল ২০২০ | ১৯৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে ধনবাড়ী পৌর শহরে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রবিবার (২৬ মার্চ ২০ইং) ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জনসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে ।

ধনবাড়ী বাজারের ওয়ালটন শো-রুম খোলা রাখায় শো রুম মালিক আবুবক্কর সিদ্দিক লেবু কে ২০ হাজার টাকা ও ধনবাড়ী বাজারের আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সরকারী আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৩ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা ।

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই, মানবাধিকার ও সংবাদকর্মী আব্দুল্লাহ আবু এহসান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, সাংবাদিক হাফিজুর রহমান, ইউনুছ আলী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, শাহ আলম হক প্রমূখ।