রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, বুধবার, ২২ এপ্রিল ২০২০ | ৪২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে কর্মহীন হয়ে পড়া সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৩০০ হতদরিদ্র পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল বুধবার সকালে টাঙ্গাইল জেলা পরষিদে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়। খাদ্যের মধ্যে সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি,এক কেজি লবণ,সুিজ হাফ কেজি ।

ত্রাণ বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি এম এ রৌফ বলেন কোভিড-১৯ করোনা ভাইরাস সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং আমাদের দেশেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।

তিনি আরোও বলেন দেশে যে কোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট পাশে থাকে। করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সকল সদস্য উপস্থিত ছিলেন।