টাঙ্গাইলে মোট আক্রান্ত ১১, কোয়ারেন্টাইনে ১৭৫৮, ৬৫৮ নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, রোববার, ১৯ এপ্রিল ২০২০ | ২২৪

টাঙ্গাইলে নতুন করে আরো ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি ভূঞাপুর উপজেলায় গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। তিনি ঢাকায় এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

শনিবার রাতেই আক্রান্তের বাড়িসহ আশপাশের মোট ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে৷ এনিয়ে জেলায় ১১ জন করোনার ভাইরাসে আক্রান্ত হলেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ৫১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কমকতা ডা. মোহাম্মদ মহীউদ্দিন বলেন, গত ১৪ এপ্রিল তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন । তার ফলাফলে পজেটিভ আছে। পরে ওই বাড়িসহ ৩ টি বাড়ির মোট ১৭ জনকে লকডাউন করা হয়েছে। রোববার সকালে আক্রান্ত ব্যক্তিকে টাঙ্গাইল করোনা ইউনিটে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তি ঢাকার এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিরতে চাকরি করেন। উপজেলায় মোট ৫ জন আক্রান্ত হলেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে রবিবার পর্যন্ত মোট ৬৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ৬০৩ জনের রিপোর্ট পেয়েছি। এতে ১১ জনের করোনা পজেটিভ, বাকি ৫৯২ জন নেগেটিভ। ভূঞাপুরে ৫ জন, নাগরপুরে ৩ জন, মির্জাপুরে ১ জন, ঘাটাইলে ১ ও মধুপুরে ১ জন। তারা টাঙ্গাইল, ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসাধীন আছেন।

এছাড়া রবিবার হোম কোয়ারেন্টাইনে ১৬৯৪ ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৬৪ জন আছেন। আইসোলেশন শূন্য। বিগত সময়ে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার ফলাফল নেগেটিভ। জেলার ১২ টি উপজেলা থেকেই করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।