লালমোহনে জ্বর,শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধর মৃত্যু,তিন গ্রাম লগডাউন

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, শনিবার, ১১ এপ্রিল ২০২০ | ১৮১

ভোলার লালমোহনে জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট নিয়ে আবু কালাম সরদার(৫৫) নামের এক বৃদ্ধর মৃত্যুও খবর পাওয়া গেছে। করোনা সন্দেহে ঐ এলাকার তিনটি গ্রাম লগডাউন করা হয়েছে। এমন খবরে আতঙ্কিত গ্রামবাসী।

শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসা জন্য ভোলা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আবু কালাম সরদার উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়,তার মৃত্যুর খবর গোপন করে লাশ শুক্রবার রাত ১১ টার দিকে দাফন করার সময়,লালমোহন উপজেলা নিবার্হী অফিসার মো. হাবিবুল হাসার রুমির নির্দেশে সিপিপির সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ কাশ্মির গ্রাম ও উত্তর গজারিয়া গুচ্ছগ্রাম ও পাশ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে লগডাউন করে দেন।
সিপিপির সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ জানান, বৃদ্ধর মৃত্যুও খবর গোপন রাখে পরিবার। সে জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট নিয়ে লালমোহন হাসপাতাল থেকে ভোলা নেওয়ার পথে মারা যান।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যধমে খবর পেয়ে সেখানে গিয়ে জানতে পারি বৃদ্ধর মৃত্যুর খবর।

নিহত আবু কালাম সরদারের বড় ছেলের বউ প্রায় এক সপ্তাহ হলো ঢাকা থেকে বাড়ি এসেছে। সে ফরাজগঞ্জ ৯ নং ওয়ার্ডে দুইদিন ছিল। বৃদ্ধ মারা যাওয়ার পর কাশ্মির গ্রামে দাফন করা হয় তাই এসব এলাকাও লগডাউন করা হয়েছে।

এ বিষয়ে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মহসিন খান জানান, এই রোগীর খবর পেয়ে শুক্রবার সকালে তার বাড়িতে গেলে পরিবারের লোকজন ঘটনা অস্বীকার করেন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন সেই রোগীকে নিয়ে হাসপাতালে আসেন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করি। নমুনা জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। রির্পোট আসলে বুঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিল কিনা।