টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | ৬০৪

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর।

পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধি ছিলেন। স্থানীয়রা তাকে বেশ কিছুদিন ধরে ময়লা ছেড়া জামা কাপড পড়ে ঘুরাঘুরি করতে দেখে। গতকাল বুধবার কোন এক সময় ওই ব্যক্তি মারা যায় ।

বৃহস্পতিবার সকালে মরদেহে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, 'অজ্ঞাত ব্যক্তির মৃতদেহে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মুত্যুও কারণ জানা যাবে।'