নাগরপুরে বিষ প্রয়োগে মাছ নিধনে পরিবেশের বিপর্যয়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৩ পিএম, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ | ২৩৭

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি জলাশয়ে ২৫ বোতল বিষ প্রয়োগ করে দেশীয় মাছ নিধন করায় পরিবেশের ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে।

সোমবার ভোর রাতে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আউট পাড়া সরকারি জলাশয়ে এ বিষ প্রয়োগ করে মাছ নিধন করে জলাশয়ের ইজারাদার ওবায়দুর রহমান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাগরপুর থানা, মৎস কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর উপজেলার শুনসী গ্রামের বিশ্বনাথ রাজবংশী সরকারি ভাবে নীতিমালা অনুযায়ী ৩ বছরের জন্য জলাশয়ের লিজ গ্রহন করে। শর্তানুযায়ী ঐ জলাশয়ে ২য় পক্ষ কাউকে লিজ প্রদান করা যাবে না।

কিন্তু বিশ্বনাথ রাজবংশী আইনের তোয়াক্কা না করে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া গ্রামের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমানকে ৩ বছরের জন্য সাব লিজ দেয়। ওবায়দুর রহমান সোমবার রাতের আধাঁরে ২৫ বোতল বিষ প্রয়োগ করে ওই জলাশয়ের সব মাছ নিধন করে। এতে করে ওই জলাশয়ের জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। জলাশয়ের আশপাশের পরিবেশের বিপর্যয় ঘটে।

গ্রামের সাধারন মানুষ জলাশয়ে নিত্য প্রয়োজনীয় কাজ করতে ভয় পাচ্ছে। সারাদেশে যখন করোনা ভাইরাস নিয়ে আতংকে সাধারন মানুষ। এরই মধ্যে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমান ওই জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।