৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৭ পিএম, সোমবার, ৬ এপ্রিল ২০২০ | ২৪৫

করোনা ভাইরাসের কারণে দুঃস্থ্য কর্মহীন ও নিম্ন আয়ের পরিবার গুলোর মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। এ সংকট মোকাবেলা করা সকলের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। এমনই পরিস্থিতিতে টাঙ্গাইলের ভূঞাপুরে স্বেচ্ছাসেবি সংগঠন ঘাটান্দী আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার উদ্যোগে ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সোমবার সকাল ১১ টারদিকে পৌর এলাকার আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সম্পাদক খন্দকার হাবিবুর রহমান সেলিম, মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, পৌর কাউন্সিলর জাহিদ হাসান, সাবেক পৌর কাউন্সিলর মো.আজহারুল ইসলাম, লোকমান ফকির মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো.আব্দুল বাছিত প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মশারির ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ টি হাত ধোঁয়ার সাবান।

ঘাটান্দী আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, “ বাংলাদেশ পুলিশে চাকুরী করি। সর্বক্ষণ মানুষের কণ্যাণে নিজেকে সম্পৃক্ত রাখতে চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আমার জন্ম স্থানের মানুষের সংকটের কথা স্মরণ করে করোনা ভাইরাসের কারনে শ্রমজীবি নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে পড়েছে। যার ফলে তাদেন মধ্যে দেখা দিয়েছে চরম খাদ্য সংকটে । সরকারি সহায়তার পাশাপাশি আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে তাদের পাশে দাড়িয়েছি। জাতির এ ক্রান্তিলগ্নে বৃত্তবানদেরকেউ এগিয়ে আসা উচিত।