ধনবাড়ীতে গরীব দুস্থদের মাঝে চাল বিতরণ

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০২:৫৩ পিএম, সোমবার, ২৩ মার্চ ২০২০ | ৪৯৬

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ- এই শ্লোগানে সোমবার(২৩ মার্চ ২০ইং) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র ইউনিয়নের কেরামজানি ও পাচপটল বাজারে গরীব অসহায় দুস্থদের মাঝে সরকারের দেওয়া ১০ টাকা কেজি মূল্যের চাল বিতন করা হয়েছে।

চাল বিতরনের শুরুতে করোনা ভাইরাস প্রতিরোধে সবান দিয়ে সকল উপকারভোগীদের কে সবান দিয়ে হাত ধোয়ার নিয়ম কানুন তুলে ধরেন বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আ: হাকিম। এসময় উপস্থিত ছিলেন বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু, ট্যাগ অফিসার কবির হোসেন, মো: আব্দুল্ল্যাহ, ডিলার আ: করিম চানু, ছাত্র লীগ নেতা সুমন আহমেদ, বিপ্লব হোসেন, সহ এলার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।