নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৩ এএম, রোববার, ৮ মার্চ ২০২০ | ৪৮৪

“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার”এই পতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুব, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর আলম, প্রভাষক মো. শরিফ মিয়া প্রমুখ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।