গাজীপুরে মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসুচি

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৮ পিএম, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০ | ৩২৯

গাজীপুর সদরের চপুলিয়ার মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসুচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক অফিসের সামনে রাজবাড়ী মাঠ সংলগ্ন রাস্তায় তারা এ অবস্থান কর্মসুচি পালন করে।

শিক্ষার্থীদের অভিযোগ, নামমাত্র ডেভিট ভাউচার দেখিয়ে প্রধান শিক্ষক আছমা আক্তার প্রায় আড়াই লক্ষ টাকা আত্মসাত করেছে। এমনকি এই আত্মসাতকৃত টাকার ক্ষতিপুরনের জন্য সহকারী প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম দেওয়ান ও অফিস সহকারী শাহাদৎ হোসেন সোহাগ এর যোগসাজছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৩% বেতন বৃদ্ধি করেছে।

শিক্ষার্থীরা আরও জানায়, প্রধান শিক্ষক আছমা আক্তারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসুচি পালন করবে এমন সংবাদ আগে পেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী আলেমা আক্তারকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং নানাবিধ হুমকি প্রদর্শন করে।

অবস্থান কর্মসুচির পরে গাজীপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।