এনআরসি ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না: শ্রিংলা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, সোমবার, ২ মার্চ ২০২০ | ১৬৮

সীমান্তে বাংলাদেশের সমান সংখ্যক ভারতীয় নাগরিকও হত্যা হচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুই দিনের বাংলাদেশ সফরে এসে সোমবার (২ মার্চ) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে শ্রিংলা বলেন, এনআরসি নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোন প্রভাব ফেলবে না।

এদিকে, অসাম্প্রদায়িক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

মূলত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি চূড়ান্ত করতেই হর্ষবর্ধন শ্রিংলার ঢাকায় আসা। সোমবার সকালে ঢাকায় পৌঁছেই অংশ নেন বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ে এক সেমিনারে। সেখানে কথা বলেন, দুই দেশের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে।

শ্রিংলা বলেন, সম্পর্কের নানা দিক বিবেচনায় ভারতের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ প্রথমে। দুই দেশের সীমান্তে অনেক অপরাধ সংঘটিত হয়। প্রতিটি মৃত্যুই সমস্যার, তবে আমাদের অনেকের কাছে হয়তো তথ্য নেই। বাংলাদেশের সমান সংখ্যক ভারতীয়রাও সেখানে মারা যাচ্ছেন। এনআরসি এবং সিএএ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এটা দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। 

তিনি বলেন, তিস্তার সমাধান রাজ্য সরকারের হাতে। তবে আশা করছি, এই বছরের মাঝেই এই সমস্যার সমাধান হবে।

একই অনুষ্ঠানে গওহর রিজভী তুলে ধরেন বাংলাদেশের অসাম্প্রদায়িক মানসিকতার কথা।

তিনি বলেন, দুই দেশের জনগণই চায় তিস্তা সমস্যার দ্রুত সমাধান হোক। এদেশের সংখ্যালঘুরা সমান নাগরিক অধিকার ভোগ করেন। তারা দেশে সমান অবদান রাখছেন। তাদের অধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শ্রিংলা।