টাঙ্গাইলে পি,সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির নবনির্মিত ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ | ৪৬৮

টাঙ্গাইলে পি,সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা সদর রোড পুরাতন ফৌজদারী চত্বরে একাডেমিক ভবন এবং নবনির্মিত ভবনের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পি,সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির সভাপতি মো. শহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন, পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান খান লাবু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি’র অনান্য সদস্য বৃন্দ।