মাভাবিপ্রবি দুই কর্মকর্তার পিতার মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫ এএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ | ৩৩৯

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হেসেনের পিতা মোঃ নজরুল ইসলাম (৭২) মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে বুধবার রাত ১১ টা ৩০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় এবং পরিসংখ্যান বিভাগের সেকশন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের পিতা মোঃ ইসমাইল হোসেন (৯০) বুধবার রাত ১১ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁদের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন।

তিনি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহাঃ তৌহিদুল ইসলাম, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ করেন।

মৃত্যুকালে মোঃ নজরুল ইসলাম তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। জানাজা শেষে মরহুমের মৃহদেহ তাঁর নিজ বাড়ী কুমিল্লা দেবীদাড় উপজেলার এলাহাবাদ গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এবং মৃত্যুকালে মোঃ ইসমাইল হোসেন সাত ছেলে ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

জানাজা শেষে মরহুমের মৃহদেহ তাঁর নিজ বাড়ী টাঙ্গাইল সদর উপজেলার ধুলবাড়ী গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।