ঘাটাইলে আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ | ১৭৪

টাঙ্গাইলের ঘাটাইলে আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় দিগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুল ইসলাম,বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা:সুলতান মাহমুদ,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো.শোয়েব রানা,বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌরশাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ,ইউপি সদস্য মো.শফিকুল ইসলাম,সিরাজুল ইসলাম,আওয়ামীগ নেতা মো.ফরহাদ হোসেনসহ ইউনিয়নের জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,অভিভাবক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ মামুন। অনুষ্ঠানে ট্রেইনার ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট,চীফ কাউন্সিলর রিলাইফ ড্রাগ এডিশন ট্রিটমেন্ট সেন্টার ও সরকারী মুড়াপাড়া কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা পারভীন, ট্রেইনি কাউন্সিলিং সাইকোলজিস্ট শরিফুল ইসলাম, ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট মেহরীন মোস্তফা ।