নাটোরে শিক্ষার্থীদের মাঝে স্কুল কর্তৃপক্ষের শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ পিএম, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | ৬৮৫

নাটোরের বাগাতিপাড়ায় তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল কর্তৃপক্ষ শীতবস্ত্র বিতরণ করেছে।

শনিবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে নতুন ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে এ কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ, যুগান্তরের বাগাতিপাড়া প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম, তাঁতীলীগ নেতা মহসিন আলী, শ্রমীকলীগ নেতা রেজাউল করিম প্রমুখ।