ভূঞাপুরে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৩ পিএম, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ | ৬৭২

টাঙ্গাইলের  ভূঞাপুরে কানাই মালো (১৮) নামে এক তরুণের গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ফলদা হিন্দুপাড়া এলাকার কদম গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কানাই উপজেলার ফলদা হিন্দুপাড়া গ্রামের মৃত রবি মালোর ছেলে। সে টাঙ্গাইল শহরে ‘ফনিন্দ্র মিষ্টান্ন ভান্ডারে' কাজ করে।

পারিবারিক সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে সে বাড়িতে বেড়াতে আসে। পরে ওইদিন তার মাকে টাঙ্গাইল চলে যাচ্ছে বলে জানায়।

শুক্রবার সকালে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঝিনাই নদীর পাড়ের একটি কদম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেরে ভূঞাপুর থানা পুলিশ কানাইরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে কানাই মালো আত্মহত্যা করেছেন। মরদেহটির ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি।