মক ভোটিং হবে, আপনারা দেখেন কিভাবে ইভিএমে ভোট দিতে হয়

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ | ২১৬
আগামী ৩০ জানুয়ারি মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএমে ভোটদান পদ্ধতি ভোটারদের কাছে তুলে ধরা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
 
সোমবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর টিকাটুলীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণে আছে বলেও মনে করেন সিইসি।

এ সময় ৩০ জানুয়ারি মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএমে ভোটদান পদ্ধতি ভোটারদের কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

নির্বাচনের পরিবেশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে যাইনি। কোথাও কোথাও সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা ধরার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মক ভোটিং হবে, ভোটাদের আমরা আহ্বান জানাবো, আপনারা দেখেন কিভাবে ইভিএমে ভোট দিতে হয়, কিভাবে চালু ও ভোট শেষ করতে হয়। আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর।