গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩ এএম, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ | ৪৮৭

গোপালপুরে সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য -১৩১, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) এবং মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছোট মনির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, ইউএনও বিকাশ বিশ্বাস, ওসি মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, অধ্যাপক আব্দুল মোমেন ও রওশন খান আইয়ুব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএন গিয়াস উদ্দিন প্রমূখ।