ভূঞাপুরে তিন তলা থেকে পড়ে টাইলস্ মিস্ত্রির মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১০ পিএম, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ | ৬৩১

টাঙ্গাইলের ভূঞাপুরে তিন তলার দেয়ালে টাইলস্ লাগাতে গিয়ে মজনু সেখ (৩৫) নামের এক টাইলস্ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মজনু সেখ পৌর এলাকার বামনহাটা গ্রামের জাবেদ আলী শেখের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এদুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার এস.আই মো. আবু হানিফ জানান, উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজ সংলগ্ন ভূঞাপুর পৌর সভার হিসাব রক্ষক মো. আতিকুল ইসলামের বাসার তিন তলার দেয়ালে টাইলস্ লাগাচ্ছিলেন মজনু শেখ। এসময় ঝুলন্ত মাচা ছিঁড়ে সে মাটিতে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।