নাগরপুরে ইয়াবাসহ এক নারী গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ | ৭৩৫

টাঙ্গাইলের নাগরপুর ১০০ পিস ইয়াবাসহ ফেরদৌসী আক্তার (৩৫)কে গ্রেফতার করছে নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে রঙ্গীনাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী । তার গ্রেফতার বিষয় নিশ্চত করেছেন নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ।

পুলিশ সূত্রে জানা যায়, রঙ্গীনাবাড়ী গ্রামের মহির উদ্দিনের স্ত্রী ফেরদৌসী আক্তার সে দীর্ঘ দিন ধরে নাগরপুর চৌহালী সাটুরিয়াসহ বিভিন্ন এলাকায় গোপনের ইয়াবা বিক্রি করে আসছে। এস আই সজল খান তার সঙ্গীয় র্ফোস নিয়ে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ফেরদৌসী আক্তার (৩৫) কে নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করে।

এব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, গ্রেফতারকৃত ওই নারী বিভিন্ন এলাকায় গোপনের ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরোদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।