গোপালপুরে নূরানী বিভাগ চালু করলেন নন্দনপুর ঈদগাহ্ বাসিন্দারা

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, বুধবার, ১ জানুয়ারী ২০২০ | ৪৬৭

টাঙ্গাইলের গোপালপুরে বছরের প্রথম দিনই নন্দনপুর ঈদগাহ্  কাজী ফাতেমা কলিমুদ্দিন ইসলামিয়া মাদ্রাসার নূরানী বিভাগ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল। ১ জানুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকায়, নন্দনপুর ঈদগাহ্  কাজী ফাতেমা কলিমুদ্দিন ইসলামিয়া মাদ্রাসার নূরানী বিভাগ উদ্বোধন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুদ্দিন শামসুন্নাহার মাদ্রাসার পরিচালক এডভোকেট নুরুল ইসলাম খোকন, অত্র মাদ্রাসার সভাপতি মো. কাজী জিন্নাহ, সহ-সভাপতি মো.কাজী মাসুম, অত্র মাদ্রাসার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কুদরতে এলাহী রূপক, আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাকের সাহেব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।