নীলফামারীতে বছরের প্রথম দিনে বই বিতরণ শুরু

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, বুধবার, ১ জানুয়ারী ২০২০ | ১৩৮
সারাদেশের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত মঙ্গলবার ঢাকায় আনুষ্ঠানিক ভাবে বই উৎসবের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
তারপরের দিন দেশব্যাপী ১ লা জানুয়ারি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় সকালে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নুরুল আমিন শাহ্, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফা আক্তার প্রমুখ।
 
রণচন্ডী স্কুল কলেজ কলেজে অধ্যক্ষ মুকুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.টি.এম. নুরুল আমিন শাহ্, রনচন্ডী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক/শিক্ষিকা প্রমুখ। 
 
বই বিতরন উৎসব শেষে রনচন্ডী স্কুল এন্ড কলেজে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের করা হয়। দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর তত্তাবধানে এই পুরষ্কার বিতরণ করা হয়।
 
অপরদিকে রনচন্ডী আফতাব উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সোনাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সোনাকুড়ী এলপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সোনাকুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, খামার গাড়াগ্রাম  দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রনচন্ডী অগ্রযাত্রা মডেল কেজি স্কুল, গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়, ধরেয়ার আইডিয়াল কেজি স্কুল, উত্তর খামার গাড়াগ্রাম জাবালে নূর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসায় যথাযথ বই উৎসব টি অনুষ্ঠিত হয়।