নাগরপুরে উন্নয়নের অগ্রযাত্রার ১বছর শীষক সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২১ পিএম, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | ৩৯৪

গনতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উন্নয়নের অগ্রযাত্রার এক বছর শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধায় উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর উদ্যোগে উপজেলা প্রশাসন এ অনুষ্টানের আযোজন করে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু,টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাদ দুলাল প্রমুখ।

দেলুদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, নাগরপুর থানার ওসি আলম চাঁদসহ নাগরপুর-দেলুদুয়ার উপজেলার সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।