জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রাঙ্গা
 
												 
																			আবারো জাতীয় পার্টির (জাপা) নবম কেন্দ্রীয় কাউন্সিলে চেয়ারম্যান হলেন হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। আর দলটির মহাসচিব হলেন মসিউর রহমান রাঙ্গা।
এছাড়া বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দলটির ‘প্রধান পৃষ্ঠপোষক’ হয়েছেন। 
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপার মিলনায়তন পার্টির কাউন্সিলে তারা এসব পদে নির্বাচিত হন।
এর আগে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মেলন শুরু হয়। জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করে ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। সম্মেলনে সভাপতিত্বও করেন তিনি। যোগ দিয়েছেন রওশনপন্থী নেতারাও। সম্মেলনে উপস্থিত হননি রওশন এরশাদ।
সম্মেলনের প্রথমভাগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, দলে কোনো বিভক্তি নেই। সম্মেলনে জিএম কাদেরকে চেয়ারম্যান, রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক এবং মসিউর রহমান রাঙাকে মহাসচিব পদে নির্বাচিত করা হয়। গঠনতন্ত্র সংশোধনীতে প্রধান পৃষ্ঠপোষককে সর্বোচ্চ সম্মানিত করা হলেও সব ক্ষমতা রাখা হয় চেয়ারম্যানের হাতে।
সভাপতির বক্তব্যে জিএম কাদের বলেন, দলে যারা বিভক্তি করতে চায়, তাদের ফাঁদে পা দেয়া যাবে না। তিনি বলেন, দলের সকলে মিলে তার আদর্শ, নিয়ম দর্শনকে সামনে নিয়ে তার কর্মকাণ্ডকে সঙ্গে নিয়ে আমরা এটা প্রমাণ করেছি। হুসেইন মোহাম্মদ এরশাদের পরও জাতীয় পার্টি শুধু টিকে নাই পুনর্জীবিত হয়ে আরো শক্তিশালী হয়েছে।
বেলা পৌনে ১টায় সম্মেলনে উপস্থিত হন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাপা সংসদে কার্যকর ভূমিকা রেখে সরকারের গঠনমূলক সমালোচনা করছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসার পর সংসদের কার্যক্রমে নতুন মাত্রা আসে। সংসদের বাইরে কখনো সহিংসতার রাজনীতি করেনি। 
আগামীদিনে ঐক্যবদ্ধ থেকে দেশের রাজনীতিতে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালনের ওপর জোর দেন নেতাকর্মীরা। 
 
                         
 
             
            